SEO শিখুন ঘরে বসে কাজ পেয়ে যান মার্কেটপ্লেসে
SEO এর মাধ্যমে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে খুব সহজেই অনলাইনে আয় করা যায়। ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক বাড়াতে এবং পেজ র্যাংক করানো শিখতে আজই এনরোল করুন আমাদের এই কোর্সটিতে।
আজকেই এনরোল করুনঃ https://10ms.io/NeLKZB
শুধু SEO বা Search Engine Optimization-এর মাধ্যমে গুগল সার্চ থেকে একটি ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক কয়েকগুণ বৃদ্ধি করা সম্ভব। একটি নির্দিষ্ট বিষয়ে অসংখ্য ওয়েবসাইট থাকায় কেবল সঠিকভাবে SEO প্র্যাকটিস মেনে চলা ওয়েবসাইটগুলোই গুগলের সার্চ ইঞ্জিনে প্রাধান্য পায়। বেশিরভাগ মানুষই গুগল সার্চ রেজাল্টের দ্বিতীয় পেজ ভিজিট করে না বলে SEO-এর নিয়মগুলো মেনে ওয়েবসাইটকে অপটিমাইজ করা প্রয়োজন। প্রতিযোগিতার এই যুগে তাই ওয়েবসাইট মালিকদের কাছে SEO বিশেষজ্ঞদের রয়েছে উচ্চ চাহিদা।
ধরুন, আপনি একজন ব্যবসায়ী যিনি ওয়েবসাইটের মাধ্যমে তার পণ্য বিক্রি করেন। অথবা, আপনি হয়ত ব্লগ লিখে সেখানে গুগল অ্যাডসেন্স ব্যবহার করে আয় করতে চান। হতে পারে আপনি একজন ছাত্র বা সদ্য গ্র্যাজুয়েট, যিনি SEO শিখে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন অথবা ক্যারিয়ার গড়তে চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং-এ। কিন্তু SEO কী বা কাকে বলে তা ছাড়া আপনি আর তেমন কিছুই জানেন না। হয়ত আপনি বিস্তারিত শেখার জন্য একটি ভালো SEO Course খুঁজছেন, কিন্তু বেশিরভাগ SEO Course এত দীর্ঘ যে ধৈর্য নিয়ে শেষ করা বেশ কঠিন। তাই একটি ভাল SEO ট্রেনিং খুঁজে পাওয়া বেশ কঠিন যা আপনাকে মার্কেটিং- এ দক্ষ করে তুলবে।
✅কোর্সটি থেকে যা শিখবেনঃ
- SEO Basics, সার্চ ইঞ্জিন, ডোমেইন-হোস্টিং, কি-ওয়ার্ড রিসার্চ, অনপেজ SEO, অফপেজ SEO
- গুগল সার্চ কনসোল-সহ SEO-এর বিভিন্ন টুলের ব্যবহার
- বিভিন্ন প্রজেক্টভিত্তিক কাজের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে প্রচলিত SEO প্র্যাকটিস
- SEO শিখে ক্যারিয়ার গড়ার উপায়
তাহলে দেরী কেন? আজই এনরোল করুন “SEO for Beginners” কোর্সে এবং এখনই শিখে নিন SEO Basics!
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url