হৃদয়ে কালিয়াকৈর ফেসবুক গ্রুপের ১০ হাজার সদস্য পূর্ণ হওয়ায় সেলিব্রেশন
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার অনলাইন এ্যাক্টিভিস্টদের গড়া ফেসবুক গ্রুপ “হৃদয়ে কালিয়াকৈর” এর ১০ হাজার সদস্য পূর্ণ হওয়ায় "10K সেলিব্রেশন" অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ ক্রিয়েটর অরন্য অভি দেশের বাহিরে থাকায় অংশগ্রহণ করতে পারেননি।
আজ শনিবার (০৬/০৮/২২)বিকেলে গোলামনবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে 'অদম্য ৯৯, এর উদ্যোগে ১০ হাজার সদস্য পূর্তি অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্থান থেকে হৃদয়ে কালিয়াকৈর গ্রুপের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা যোগদান করেন। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এডমিন ডালিমুজ্জামান খান সভাপতিত্ব করেন। এসময় সাংবাদিক এইচ এম শহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌরসভার স্থানীয় ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মাসুম আলী, কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ স্বপন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল মোল্লা, তেলিনা মাদ্রাসার অধ্যক্ষ আরিফ হোসেন, হৃদয়ে কালিয়াকৈর গ্রুপের সদস্য এস এম রাজু, মোঃ সাঈম সারোয়ার, রেশমা সানজানা, আহসান হাবীব, দেওয়ান রুবেল, প্রিয় আলমগীর, এনামূল হক সহ গ্রুপের মডারেটর ও অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় বক্তারা কালিয়াকৈর উপজেলার সার্বিক উন্নয়নমুলক কর্মকান্ড, সরকারী বিভিন্ন নির্দেশনা প্রচার, জনসচেতনতা বৃদ্ধি ও স্বেচ্ছাসেবী বিভিন্ন কর্মকান্ডের প্রচারের ওপর গুরুত্ব দেওয়া হয় এবং মানুষের মাঝে সঠিক সময়ে সঠিক বার্তা পৌঁছে দেওয়াই গ্রুপের মূল লক্ষ্য হবে বলে জানান।
পরে সংগঠনের ১০ হাজার সদস্য পূর্ণ হওয়ায় কেক কেটে 10K উৎযাপন করা হয়।
এস এ ক্রিয়েটিভ মিডিয়া /মোঃ নাঈমুর রহমান
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url