যেভাবে ফেসবুক এর প্রোফাইল এর ছবি চুরি করা বন্ধ করবেন
ফেসবুক প্রোফাইল পিকচার আপলোড করলেই হ্যাকার বা দুষ্কৃতিকারীরা ছবি চুরি করেন। বিশেষ করে নারী ব্যবহারকারীরা এই সমস্যার মুখোমুখি বেশি হোন।
চলুন তাহলে জেনে নিই, যেভাবে ফেসবুক প্রোফাইলের ছবি চুরি বন্ধ করবেন-
- প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করে প্রোফাইল ট্যাপ করুন।
- এরপর উপরের দিকে থ্রি ডট মেনু সিলেক্ট করুন।
- সেখান থেকে লক প্রোফাইল অপশন সিলেক্ট করুন।
- স্ক্রিনের নীচে লক ইউর প্রোফাইল অপশন সিলেক্ট করুন।
- এরপর আপনি প্রোফাইলের ছবি আপলোড করলে কেউ স্ক্রিনশট বা ডাউনলোড করে চুরি করতে পারবে না।
একই সুবিধা ফেসবুক ডেস্কটপ ভার্সন থেকেও পাবেন। তাহলে চলুন জেনে নিই, যেভাবে ফেসবুক প্রোফাইলের ছবি চুরি বন্ধ করবেন-
- প্রথমে ব্রাউজার থেকে ফেসবুক ডটকম ওপেন করতে হবে।
-তারপরে প্রোফাইল ওপর ক্লিক করুন।
- এরপর আগের মতোই থ্রিডট মেনুতে ক্লিক করুন। সেখান থেকে লক প্রোফাইল অপশনে ক্লিক করুন।
- এবার প্রোফাইল লক করার কথা জানিয়ে একটি পপ আপ মেসেজ স্ক্রিনে দেখা যাবে। সেখান থেকে স্ক্রিনের নীচে লক ইউর প্রোফাইল অপশন সিলেক্ট করুন। এরপর আপনি প্রোফাইলের ছবি আপলোড করলে কেউ স্কিনশট বা ডাউনলোড করে চুরি করতে পারবে না।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
এস এ ক্রিয়েটিভ মিডিয়া / দিপ্ত রায়
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url